মালবাজারের ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা- ঘটনায় বিস্তারিত রিপোর্ট নবান্নের তরফে কীভাবে এই ঘটনা

 

আগামীকাল শুক্রবার জেলার বিভিন্ন অংশে পুজো কার্নিভাল হওয়ার কথা রয়েছে। সেই মতো জলপাইগুড়িতেও কার্নিভালের প্রস্তুতি চলছিল। কিন্ত মালবাজারে ভয়াবহ দুর্ঘটনার পরেই এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। বহু মানুষের ভেসে যাওয়ার ঘটনার পর পুজো কার্নিভাল করা যায় কিনা তা নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বৈঠকের পর জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। এমন সময় পুজো কার্নিভাল মানুষ চাইছে না বলেও দাবি তাঁর। আর তাই এই অনুষ্ঠান বাতিল করা হল বলে দাবি জেলাশাসকের।

 এটা একটা দূর্ঘটনা মাত্র।

এটা একটা দূর্ঘটনা মাত্র।

তবে ঘটনার দায় এড়াতে তৎ পর প্রশাসন। জেলা পুলিশ সুপারের দাবি, এটা একটা দূর্ঘটনা মাত্র। গত ২০ বছরে এই রকম দূর্ঘটনা ওই মাল নদীতে ঘটেনি বলে দাবি। যদিও স্বজনহারা পরিবারগুলির অভিযোগ, এটা প্রশাসনের গাফিলতির জন্যই হয়েছে। তা না হলে এক মাসে ওই নদীতে ৪ থেকে ৫ বার এই ধরনের হরপা বান এসেছে। গত ৫ দিন থেকে একটি ট্রাক আটকে আছে। গত ১৬ সেপ্টেম্বর একটি অ্যাম্বুলেন্স আটকে পরে। শুধু তাই নয় পাহারে বৃষ্টি হতে পারে এমন পুর্বাভাস ছিল। তার পরেও প্রতিমা নিরঞ্জনের জন্য জল ধরে রাখতে নদী মাঝে অস্থায়ী বাঁধ তৈরি করা হয় বলে অভিযোগ স্থানীয় মানুষজনের।

 শুক্রবার মালবাজার যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল।

শুক্রবার মালবাজার যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল।

অন্যদিকে আগামীকাল শুক্রবার মালবাজার যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। জানা যাচ্ছে, ৯ সদস্যের প্রতিনিধি দল যাবেন বলে জানা যাচ্ছে। প্রতিনিধি দলে ৭ বিজেপি বিধায়ক এবং একজন সাংসদ রয়েছেন বলেও জানা যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চায় বিজেপির প্রতিনিধি দল। তবে ঘটনাস্থলে যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিধি দলের সদস্য। আর সেদিকে তাকিয়ে সদস্যদের নিরাপত্তার জন্য ডিজিপিকে চিঠি বঙ্গ বিজেপির।

নড়েচড়ে বসেছে প্রশাসন।

নড়েচড়ে বসেছে প্রশাসন।

এই ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সমস্ত জেলা এবং শহরের সমস্ত ঘাটগুলিতে বিশেষ নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। যেন এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেও প্রশাসনকে নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনার পরেই ঘাটে ঘাটে িবসর্জনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৫ দফার গাইডলাইন জারি করা হয়েছে।

Source link

Leave a Comment