সিনিয়র অ্যাডভোকেট আর ভেঙ্কটরামানিকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে


সিনিয়র অ্যাডভোকেট আর ভেঙ্কটরামানিকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। তিন বছরের জন্য তাঁকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভেঙ্কটরামানি আইন কমিশনের সদস্য ছিলেন। এছাড়াও গত প্রায় ৪২ বছরের বেশি সময়ে ধরে তিনি আইনি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।

সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাাতগি এজি হওয়ার কেন্দ্রীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করার তিনদিন পরে আর ভেঙ্কটরামানির নাম পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে ঘোষণা করা হল। তিনি কে কে ভেনুগোপালের স্থলাভিষিক্ত হবেন। কে ভেনুগোপালের কার্যকালের মেয়াগ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

মুকুল রোহাাতগি ২০১৪-র জুন থেকে ২০১৭-র জুন পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। তারপর অ্যাটর্নি জেনারেল হল কেকে ভেনুগোপাল। তার কার্যকালের মেয়াদ শেষ হলেও, তিন বছরের জন্য তা বাড়ানো হয়। সাধারণভাবে অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ থাকে ৩ বছর।

Source link

Leave a Comment