হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে শুরু ইন্টারভিউ

 

এসএসসি-তে নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। প্রাথমিকে নিয়োগের দাবিতে যখন অনশনে বসেছিলেন টেট উত্তীর্ণরা, তখন হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে শুরু হল ইন্টারভিউ। প্রথমদিনেই ইন্টারভিউ দিলেন ১৯০ জন। খুশি চাকরিপ্রার্থীরা।

 

প্রাথমিকের মতোই টেটের মাধ্যমে শূন্যপদে নিয়োগ করা হয় উচ্চপ্রাথমিকেও। কিন্তু ২০১৪ সালে টেট পাস করার পরেও কেন ইন্টারভিউতে ডাক পেলেন না? প্রথমে এসএসসিতেই অভিযোগ জানিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। এরপর মামলা দায়ের করা হাইকোর্ট। আদালতে হলফনামা পেশ করে এসএসসি। কেন? উচ্চ প্রাথমিকে  ১৫৮৫ পদে নিয়োগের অনুমতি চাওয়া হয়। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করার পর, জারি হয় বিজ্ঞপ্তি।  আজ, শুক্রবার ছিল ইন্টারভিউয়ের প্রথমদিন। ১৯৯ জনকে ডাকা হয়েছিল। ইন্টারভিউ দিলেন ১৯০ জন। হাইকোর্টের নির্দেশে মেনে যেভাবে ইন্টারভিউ হল, তাতে খুশি চাকরিপ্রার্থীরা। স্রেফ আগামিকাল শনিবারই নয়, চলতি মাসের  ২২, ২৮ অক্টোবর ও ২৯ তারিখও ইন্টারভিউ হবে উচ্চ প্রাথমিকে। এরপর নভেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত চলবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ইন্টারভিউ।

এদিকে টেটে নিয়োগের আবেদন প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে। আজ, শুক্রবার বিকেল চারটে থেকে ১৪ নভেম্বর পর্যন্ত  অনলাইনে আবেদন করা যাবে। কারা আবেদন করতে পারবেন? পর্ষদের বিজ্ঞপ্তিতে উল্লেখ, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের নিচে। শূন্যপদের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। দুর্গাপুজোর চতুর্থীর দিন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষক পর্ষদ। 

Source link

বাংলার খবর – শিক্ষা সংক্রান্ত নিউজ । বাংলার খবর সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলার খবর পড়ুন  বাংলার খবর ওয়েবসাইটে।

Leave a Comment