উৎসবের মুখে একের পর এক বড় ঘোষণা মোদী সরকারের। মধ্যবিত্তের মন খুশি করতে ডিএ ৪ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে। এদিকে আবার দেশের গরিব মানুষের মন রাখতে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৩ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় এই প্রধানমন্ত্রী অন্ন যোজনা শুরু করেছিল মোদী সরকার। তার পর থেকে এই নিয়ে দুবার বাড়ানো হল এই প্রকল্পের মেয়াদ। প্রথমে মার্চ থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছিল। তারপরে সেটা আবার ডিসেম্বর পর্যন্ত করা হল।

প্রধানমন্ত্রী অন্নযোজনার আওতায় ৮০ কোটি মানুষ বিনামূল্য চাল-ডাল পেয়ে থাকেন। দেশে মুদ্রাস্ফীতি আর উৎসবের কথা মাথায় রেখেই এই ঘোষণা করা হয়েছে। পুজোর মুখে একেবারে ডবল ধমাকা দিয়েছে মোদী সরকার। দুর্গাপুজো, দীপাবলি এবং ক্রিসমাস তিনটি উৎসবেই অন্নের সংস্থানে অভাব হবে না গরিব মানুষের।
রেশন প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি রেলের উন্নয়নেরও একাধিক কথা ঘোষণা করেছেন তাঁরা। দেশের তিনটি রেলস্টেশনকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছে মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন। বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ বাড়ানোয় কেন্দ্রের অতিরিক্ত ৪৪,৭০০কোটি টাকা খরচ হবে। আর তিনটি রেলস্টেশনকে নতুন করে সাজাতে ১০,০০০ কোটি টাকা খরচ হবে। দিল্লি, আহমেদাবাদ এবং মুম্বই রেলস্টেশন তিনটিকেই ঢেলে সাজানোর কথা বলেছে মোদী সরকার। সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। তার পরেই রয়েছে লোকসভা ভোট সেকথা মাথায় রেখেই এই ঘোষণা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিরোধীদের অভিযোগ মুদ্রাস্ফীতি থেকে নজর ঘোরাতেই রেশন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু মধ্য বিত্ত মানুষ বিপুলভাবে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। দেশের আর্থিক পরিস্থিতি চরম সংকটে। প্রতিদিন টাকার দামে পতন হচ্ছে। শেয়ার বাজারে রক্তক্ষরণ চলছে। দেশের আর্থিক পরিস্থিতি একেবারেই ভাল নয় বলে অভিযোগ করেছেন বিরোধীরা।
- প্রতি ক্লাসে লেকচারার পাবেন ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আজব নোটিশ
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- Abhishek Banerjee: জটিল অস্ত্রোপচার সফল, দীপাবলির আগেই দেশে ফিরছেন অভিষেক
- অনলাইনে টেটে নিয়োগের আবেদন শুরু, চাকরি পাবেন কারা?
- বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই, চাকরিপ্রার্থীদের ওপর পুলিসের লাঠিচার্জ প্রসঙ্গে সরব দিলীপ
- পুলিসের বলপ্রয়োগে উঠল আন্দোলন, হাইকোর্টে মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতির
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশিস কুমার চট্টোপাধ্য়ায়
- সোনালিকে ‘রিলিজ’, আশিস এ বার সামলাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ
- দুয়ারে রেশন মামলা এবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের