ফের একবার জামিনের আবেদন খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের

 

এক নজরে নির্দেশ -

এক নজরে নির্দেশ –

অনুব্রত মন্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী ৫ অক্টোবর, তারপর ১৯ অক্টোবর আসানসোল সিজিএম আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হবে।। আদালত খোলার পর ২৯ অক্টোবর আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানি হবে। পুজোর জন্য সিবিআই বিশেষ আদালত ছুটি থাকবে। ছুটি থাকার জন্য আসানসোল সিবিআই বিশেষ আদালতের এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। ফলে পুজো এবার জেলেই খাটবে অনুব্রত মণ্ডলের।

জামিনের আবেদন জানানো হয়-

জামিনের আবেদন জানানো হয়-

এদিন আদালতের কাছে মানবিক ভাবে জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডল। বলেন, আমার বাড়িতে পুজো হয়। আমার মেয়ে ছোট। এবং একা থাকে। তাঁর পক্ষে পুজো সামাল দেওয়া সম্ভব নয় বলে আদালতকে জানান অনুব্রত। শুধু তাই নয়, মানবিকতার খাতিরে জামিন দেওয়ারও আবেদন জানান তিনি। অন্যদিকে আইনজীবী জানান, এই মামলাতে অনেকের জামিন হয়ে গিয়েছে। এমনকি ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করেন তাঁদেরও জামিন হয়ে গিয়েছে। ফলে অনুব্রত মণ্ডলের জামিন না পাওয়া নিয়ে আদালতে সওয়াল তাঁর আইনজীবীর।

কেস ডায়েরি পেশ

কেস ডায়েরি পেশ

অন্যদিকে এদিন সিবিআয়ের তরফে কেস ডায়েরি পেশ করা হয় আদালত। যা দীর্ঘক্ষণ ভালো ভাবে পড়েন বিচারক। অন্যদিকে সিবিআইয়ের তরফে ফের একবার জামিনের তীব্র বিরোধীতা করা হয়। সিবিআই জানায়, উনি খুবই প্রভাবশালী। জামিন পেলে প্রমাণ নষ্ঠ হতে পারে। শুধু তাই নয়, প্রভাব খাটাতে পারেন বলেও অভিযোগ সিবিআইয়ের। পাশাপাশি এই মামলার তদন্তে দুই সন্দেহভাজনের খোঁজ মিলেছে বলেও এদিন আদালতকে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ব্যাঙ্ক আধিকারিকদের তলব

ব্যাঙ্ক আধিকারিকদের তলব

অন্যদিকে ব্যাঙ্ক আধিকারিকদের তলব করল সিবিআই। গরু পাচার মামলায় বেশ কিছু তথ্যের ভিত্তিতে আজ বোলপুরে তদন্তকারী সংস্থা। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার রাতে সেখানকার ভারত সেবাশ্রমের একটি মন্দিরে হানা দেন তদন্তকারীরা। কম দামে সেই আশ্রমের জমি প্রভাব খাটিয়ে কিনে নেওয়ার অভিযোগ অনুব্রতের বিরুদ্ধে।

Source link

Leave a Comment