এই রাজ্যের সরকারি কর্মীদেরও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT)। এমনকী, ৩ মাসের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যসচিবকে।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ –তে ৩১ শতাংশের ফারাক ছিল রাজ্য সরকারের। এবার ডিভিশন বেঞ্চের রায়ে বজায় থাকল সিঙ্গেল বেঞ্চের রায়। কিন্তু রাজ্য সরকার এই রায় পুনর্বিবেচনার দাবি জানায়। তাদের বক্তব্য ছিল ডিএ বকেয়া নেই সরকারের এবং সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের রায় বিবেচনা করুন ডিভিশন বেঞ্চ।
এই মুহূর্তে রাজ্যও সকারের হাতে একটাই রাস্তা খোলা রয়েছে। সেইক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। কিন্তু তার আগে আজকের এই রায়ে কিন্তু সরকারি কর্মী সংগঠন, যারা প্রথম থেকে এই মামলা করে আসছে, তাদের একটি বড় জয় বলেই মনে করা হচ্ছে। কারণ বর্তমান রায়ের হিসেবে সরকারকে তাদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে।
অন্যদিকে এবার নতুন খবর সরকারি কর্মচারীদের জন্য। সামনেই পুজো আর এই পুজোর মরসুমে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কর্মচারীদের মাইনে এবং পেনশন দেওয়ার দিন। জানানো হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে রাজ্যে। তাই এই মাসের বেতন, ওয়েজ, স্টাইপেন্ড এগুলি মাসের ২৮ এবং ২৯ তারিখ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দফতর। অন্যদিকে অক্টোবর মাসে বেতন দেওয়া হবে ২১ অক্টোবর। পাশাপাশি যারা পেনশনার তারা পেনশন পাবেন ২৯ সেপ্টেম্বর। একই সঙ্গে অক্টোবর মাসের পেনশন তারা পাবেন ১ নভেম্বর।
- BGTA SURAKSHA
- প্রতি ক্লাসে লেকচারার পাবেন ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আজব নোটিশ
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- Abhishek Banerjee: জটিল অস্ত্রোপচার সফল, দীপাবলির আগেই দেশে ফিরছেন অভিষেক
- হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে শুরু ইন্টারভিউ
- অনলাইনে টেটে নিয়োগের আবেদন শুরু, চাকরি পাবেন কারা?
- বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই, চাকরিপ্রার্থীদের ওপর পুলিসের লাঠিচার্জ প্রসঙ্গে সরব দিলীপ
- পুলিসের বলপ্রয়োগে উঠল আন্দোলন, হাইকোর্টে মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতির
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশিস কুমার চট্টোপাধ্য়ায়