২০২২ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স। তিনি শ্রেণি ও লিঙ্গ বৈষম্যের ওপর ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তি করে উপন্যাস লিখে নোবেল পুরস্কার পেলেন। বেশ কয়েক বছর ধরেই ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্সের নোবেল পুরস্কার নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। আর্নাক্স ১৭ তম মহিলা লেখিকা, যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান।
নোবেল কমিটির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৮২ বছরের ফরাসি লেখিকা ব্যক্তিগত জীবনের কথা দিয়ে উপন্যাস লিখে নোবেল পুরস্কার পেলেন। সেখানে একদিকে যেমন উঠে এসেছে শ্রেণি ও লিঙ্গ বৈষম্য, তেমনি অন্যদিকে উঠে এসেছে বিষাদ, বিচ্ছন্নতা। তিনি তাঁর উপন্যাসের মধ্যে দিয়ে সমাজের একটা দিক উন্মোচন করেছেন বলে নোবেল কমিটির তরফে জানানো হয়েছে।
গত বছর সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ায় জন্মগ্রহণকারী লেখক আব্দুলরাজাক গুরনাহ। উদ্বাস্তু, নির্বাসিত, উপনিবেশবাদ এবং বর্ণবাদের দুর্দশাকে কেন্দ্র করে তাঁর উপন্যাসের প্লট তৈরি হয়েছিল। বর্তমানে তিনি ব্রিটেনের বাসিন্দা। ১৯০১ সাল থেকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ২০২০ সালে মার্কিন কবি লুইস গ্লাককে এই পুরস্কার দেওয়া হয়।২০১৮ সালে নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়েছিল কারণ যৌন নির্যাতনের অভিযোগ নোবেল সাহিত্য কমিটি সুইডিশ একাডেমির ওপর প্রভাব পড়েছিল।
২০২২ সালের নোবেল পুরস্কার সোমবার থেকে ঘোষণা করা শুরু হয়েছে। সুইডিশ বিজ্ঞানী সোভান্তে পাবো নিয়ান্ডারথাল ডিএনএর সিকোয়েন্সের জন্য মেডিসিনের জন্য পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার পদার্থবিদ্যায় তিনজন পুরস্কার পেয়েছেন। ফরাসি অ্যালেইন অ্যাসপেক্ট, মার্কিন বিজ্ঞানী জন এফ ক্লাজার এবং অস্ট্রিয়ার বিজ্ঞানী অ্যান্টন জেইলিংগার ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁরা গবেষণায় দেখিয়েছেন, ক্ষুদ্র কনাগুলো আলাদা হয়ে গেলেও একে ওপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই ধরনের ঘটনা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট নামে পরিচিত, যা বিশেষ কম্পিউটিং এবং তথ্য এনক্রিপ্ট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
বৃহস্পতিবার সাহিত্যের জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার ২০২২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। নোবেল পুরস্কারের নগদ মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার। ১০ ডিসেম্বর পুরস্কার ও নগদ অর্থ পূরণ করা হবে। এই অর্থটি ১৮৯৫ সালে সুইডেনের আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে আসে।
- রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জেনারেল সুরভিকিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কমান্ডারের দায়িত্ব দিয়েছেন
- Elon Musk-এর দেওয়া আগের শেয়ার দর গ্রহণ করল Twitter! শীঘ্রই হতে পারে হস্তান্তর
- সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স
- এসইও শেখর সম্মেলনে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- সামনেই কংগ্রেস সভাপতি পদের জন্য নির্বাচন: সভাপতি পদের জন্যে লড়াইয়ে একাধিক নাম সামনে আসছে।
- পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিকম্প, 7.6-Magnitude Earthquake Hits East Papua New Guinea