সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ হাতছাড়া হচ্ছে টিএমসি,

সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ নিয়ে টানাপোড়েন অব্যহত। এদিকে মোদী সরকাররে পক্ষে থেকে দাবি করা হয়েছে কংগ্রেস এবং টিএমসি উভয়ই এবার সংসদীয় কমিটির চেয়ারম্যা পদে বসার সুযোগ পাবেন না। সূত্রের খবর একটি কমিটির চেয়ারম্যান পদেই রয়েছে টিএমসি। কংগ্রেসকেও চিঠি দিয়ে সেকথা জানানো হয়েছ।

সংসদে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ হারাতে চলেছে কংগ্রেস-তৃণমূল

কংগ্রেসের বর্ষিয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে চিঠি লাখে মোদী সরকারের এই সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়ে রাজ্যসভার েচয়ারম্যানকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি মনে করিয়ে দিয়েছেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি বা সংসদী কমিটির চেয়ারম্যান পদে সব সময় বিরেধী দলের কোনও নেতাই বসেন। সেখানে তাঁদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

সূত্রের খবর গচ মঙ্গলাবার নকি পীযূষ গোয়েল ফোন করে রাজ্যসভার বিরোধী দলনেতাকে জানিয়েছিলে বিস্তারিত। কংগ্রেসের বর্ষিয়ণ েনতা মল্লিকার্জুন খাড়গেকে তিনি জনিয়েছে কংগ্রেস বিধায়কদের সংখ্যা রাজ্য সভায় ক্রমশ কমছে। কাজেই এই কমিটির চেয়ারম্যান পদে অন্য কোনও বিরোধী রাজনৈিতক দলের নেতাকে বসাতে হবে। রাজ্যসভায় কংগ্রেসের এখন সাংসদ সংখ্যা ৩৪ থেকে কমে ৩১ হয়ে গিয়েছে।

গোয়েলের কথা শোনার পরেই চিঠি দিয়ে তীব্র নিন্দ করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিিন রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে জানিয়েছে গোয়েলের কাছে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। এতে সংসদীয় আইনের লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সংসদের নিয়ম অনুযায়ী রাজ্যসভার প্রধান বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচন করা হয়।

লোকসভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন শশী থারুর। তবে বেশিদিন সেই পদে তিনি থাকতে পারবেন না। কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের প্রার্থী হয়েছেন শশী থারুর। কাজেই লোকসভাতেও স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন হাত ছাড়া হচ্ছে কংগ্রেসের। এদিকে টিএমসির হাতে রয়েছে একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ। সেটির চেয়ারম্যান পদে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Source link

Leave a Comment