সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ নিয়ে টানাপোড়েন অব্যহত। এদিকে মোদী সরকাররে পক্ষে থেকে দাবি করা হয়েছে কংগ্রেস এবং টিএমসি উভয়ই এবার সংসদীয় কমিটির চেয়ারম্যা পদে বসার সুযোগ পাবেন না। সূত্রের খবর একটি কমিটির চেয়ারম্যান পদেই রয়েছে টিএমসি। কংগ্রেসকেও চিঠি দিয়ে সেকথা জানানো হয়েছ।
কংগ্রেসের বর্ষিয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে চিঠি লাখে মোদী সরকারের এই সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়ে রাজ্যসভার েচয়ারম্যানকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি মনে করিয়ে দিয়েছেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি বা সংসদী কমিটির চেয়ারম্যান পদে সব সময় বিরেধী দলের কোনও নেতাই বসেন। সেখানে তাঁদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
সূত্রের খবর গচ মঙ্গলাবার নকি পীযূষ গোয়েল ফোন করে রাজ্যসভার বিরোধী দলনেতাকে জানিয়েছিলে বিস্তারিত। কংগ্রেসের বর্ষিয়ণ েনতা মল্লিকার্জুন খাড়গেকে তিনি জনিয়েছে কংগ্রেস বিধায়কদের সংখ্যা রাজ্য সভায় ক্রমশ কমছে। কাজেই এই কমিটির চেয়ারম্যান পদে অন্য কোনও বিরোধী রাজনৈিতক দলের নেতাকে বসাতে হবে। রাজ্যসভায় কংগ্রেসের এখন সাংসদ সংখ্যা ৩৪ থেকে কমে ৩১ হয়ে গিয়েছে।
গোয়েলের কথা শোনার পরেই চিঠি দিয়ে তীব্র নিন্দ করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিিন রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে জানিয়েছে গোয়েলের কাছে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। এতে সংসদীয় আইনের লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সংসদের নিয়ম অনুযায়ী রাজ্যসভার প্রধান বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচন করা হয়।
লোকসভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন শশী থারুর। তবে বেশিদিন সেই পদে তিনি থাকতে পারবেন না। কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের প্রার্থী হয়েছেন শশী থারুর। কাজেই লোকসভাতেও স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন হাত ছাড়া হচ্ছে কংগ্রেসের। এদিকে টিএমসির হাতে রয়েছে একটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ। সেটির চেয়ারম্যান পদে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
- প্রতি ক্লাসে লেকচারার পাবেন ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আজব নোটিশ
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- Abhishek Banerjee: জটিল অস্ত্রোপচার সফল, দীপাবলির আগেই দেশে ফিরছেন অভিষেক
- অনলাইনে টেটে নিয়োগের আবেদন শুরু, চাকরি পাবেন কারা?
- বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই, চাকরিপ্রার্থীদের ওপর পুলিসের লাঠিচার্জ প্রসঙ্গে সরব দিলীপ
- পুলিসের বলপ্রয়োগে উঠল আন্দোলন, হাইকোর্টে মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতির
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশিস কুমার চট্টোপাধ্য়ায়
- সোনালিকে ‘রিলিজ’, আশিস এ বার সামলাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ
- দুয়ারে রেশন মামলা এবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের