আর কতদিন অপেক্ষা করতে হবে? ধৈর্য্যের বাঁধ ভেঙেছে টেট উত্তীর্ণদের। অবস্থান বিক্ষোভ নয়, চাকরির দাবিতে এবার সল্টলেক করুণময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অনশনে বসেছেন তাঁরা। যাঁরা অনশন করছেন, তাঁরা সকলেই ২০১৪ সালে প্রাথমিকে টেট পাস করেছেন। নিয়োগ কবে? আজ, বৃহস্পতিবার টেট উত্তীর্ণদের অনশন চতুর্থ দিনে পড়ল।
অনড় প্রাথমিক শিক্ষা পর্ষদও। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন, ‘২০১৪ সালে টেট উত্তীর্ণদের দাবি আইনসম্মত নয়। অন্যায্য দাবি করছেন আন্দোলনকারী’। কেন? পর্ষদ সভাপতির দাবি, ‘২০১৬ সালের নীতি মেনেই নিয়োগ হবে। যাঁরা আন্দোলন করছেন, তাঁরা দু’বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। আইন ভেঙে নিয়োগ সম্ভব নয়’। এমনকী, কর্মীদের নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় পর্ষদ।
এদিন সেই মামলার শুনানি হল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। শুনানিতে পর্ষদের আইনজীবী বলেন, ‘প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস কার্যত বন্ধ। আমরা ঢুকতে-বেরোতে পারছি না। সামনে লাগাতার বিক্ষোভ চলছে। মাইকিং করেও আন্দোলনকারীদের সরানো যায়নি’। এরপর রাজ্য়ের তরফে আদালতকে জানানো হয়, ‘এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু আন্দোলনকারী মানছে না। আমরা সবরকমভাবে প্রস্তুত। আদালত নির্দেশ দিক’।
আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশিস কুমার চট্টোপাধ্য়ায়
কী নির্দেশ দিল হাইকোর্ট? অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘১৪৪ ধারা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পুলিস মোতায়েন করতে হবে রাজ্যকে। কর্মীরা যাতে অফিসে ঢুকতে পারবেন, সে ব্যবস্থা করতে হবে’। বিচারপতির প্রশ্ন, ‘পুলিস কি পাওয়ার লেস?’ আপাতত ৪ নভেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। তারপর মামলাটির শুনানি হবে হাইকোর্টের রেগুলার বেঞ্চে। পর্ষদের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে আদালত।
সন্ধ্যায় আন্দোলনকারীদের হাতে হাইকোর্টের নির্দেশের কপি তুলে দেয় পুলিস। এরপর চারজনের দল তৈরি করে অনশন চালিয়ে যাওয়ার নেন টেট উত্তীর্ণরা। শুধু তাই নয়, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করার জন্য ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে যোগাযোগ করেছেন তাঁরা। রাতেই আদালতে বসিয়ে ডিভিশন বেঞ্চে মামলা শুনানির আর্জিও জানানো হয়েছে।
বাংলার খবর – শিক্ষা সংক্রান্ত নিউজ । বাংলার খবর সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলার খবর পড়ুন বাংলার খবর ওয়েবসাইটে।
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে শুরু ইন্টারভিউ
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- হাইকোর্টের ধমকে কড়া পুলিস, উঠল অবস্থান! বদলাল কৌশলও
- ‘আমি তো চাই কারও চাকরি যেন না যায়’ Mamata Banerjee reacts on teachers Job
- ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষ দের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ
- ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগপত্র না পেলে আমরণ অনশন, বৃহত্তর আন্দোলনের ডাক TET চাকরিপ্রার্থীদের
- TET: প্রাইমারি টেট এর সিলেবাস কি? বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
- Primary TET: টেট পাস মানেই চাকরি নয়, প্রাইমারিতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা পর্ষদ সভাপতির
- এভাবে ফুটপাতে বসতে হবে ভাবিনি, লক্ষ্মী সেজে ধর্মতলার ধরনা মঞ্চে চাকরি প্রার্থীরা