নতুন ২৭৯ টাকার ক্রিকেট অ্যাড-অন প্রিপেইড প্ল্যান চালু করল Reliance Jio। Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন এই অফারে। Jio-র এই নতুন রিচার্জ প্যাকে ভয়েস কলের সুবিধা নেই। তবে ব্যবহারকারীরা ডেটা পাবেন। সেই সঙ্গে OTT সাবস্ক্রিপশনও পাবেন। ফলে IPL 2022 দেখার জন্য দারুণ অফার। Jio-র নতুন প্ল্যানটির বিষয়ে জেনে নিন বিশদে।
আরও পড়ুন :
- নতুন ২৭৯ টাকার ক্রিকেট অ্যাড-অন প্রিপেইড প্ল্যানে এক বছরের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাবেন।
- এর পাশাপাশি মোট ১৫GB হাই-স্পিড ডেটা পাবেন।
- Jio জানিয়েছে এই প্ল্যানটি শুধুমাত্র নির্বাচিত কিছু ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
আইপিএল ২০২২: রিলায়েন্স জিও-র আর কী কী অপশন রয়েছে?
Jio-এর ইন্টারেক্টিভ গেম, Jio Cricket Play Along (JCPA), IPL ২০২২-এ অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে। Jio Cricket Play Along একটি ফ্রি গেম। ক্রিকেট সংক্রান্ত কুইজের ভক্তরা এই গেমটি বেশ এনজয় করবেন।
আরও পড়ুন :
টিভিতে লাইভ ম্যাচ দেখতে আগ্রহী Jio মোবাইল ব্যবহারকারীদের জন্য, রয়েছে ১,৪৯৯ টাকা, ৪,১৯৯ টাকার প্ল্যান। এগুলিতে Disney+ Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান থাকছে।
Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন-সহ আরও দুটি নতুন, ভালো প্ল্যান হল ৫৫৫ টাকার Jio ক্রিকেট ডেটা অ্যাড-অন প্ল্যান (৫৫-দিনের ভ্যালিডিটি) এবং ২,৯৯৯ টাকার বার্ষিক পরিকল্পনা (সীমিত সময়ের অফার)।
JioFiber
JioFiber ব্যবহারকারীরা ৯৯৯ টাকা এবং তার উপরের প্ল্যানে সমস্ত ম্যাচ তাঁদের টিভিতে Disney+ Hotstar অ্যাপের মাধ্যমে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই দেখতে পারবেন।