নিজস্ব প্রতিবেদন: শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় পনেরোতম আইপিএলের ( IPL 2022) যবনিকা উঠেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium Mumbai)। আইপিএল ফিফটিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (CSK vs KKR, IPL 2022)। এই ম্যাচে কেকেআরে উইকেটকিপার হিসাবে বেছে নিয়েছে সৌরাষ্ট্রের বছর পঁয়ত্রিশের শেলডন জ্যাকসনকে (Sheldon Jackson)।
(@sachin_rt) March 26, 2022
(@IPL) March 26, 2022
জ্যাকসন এদিন বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) বলে রবিন উথাপ্পাকে (Robin Uthappa) অসাধারণ স্টাম্পআউট করেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা চলছে। ২১ বলে ২৮ রানে ব্যাট করছিলেন উথাপ্পা। দারুণ ফর্মে ছিলেন তিনি। জ্যাকসনের বিদ্যুৎ গতির স্টাম্পিংয়ে মোহিত হয়েছেন ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর জ্যাকসনের স্টাম্পিংয়ের ভূয়সী প্রশংসা করেন। সচিন লেখেন, “অসাধারণ স্টাম্পিং করল শেলডন জ্যাকসন। এমএস ধোনির গতির কথা মনে করিয়ে দিল। যেন বিদ্যুৎ গতি।” শেলডনকে এই মরশুমে ৬০ লক্ষ টাকায় নিয়েছে কেকেআর। প্রথম ম্যাচে উইকেটের পিছনে ছাপ রাখলেন তিনি।
আরও পড়ুন: