#নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন (WBJEE) প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স একজামিনেশন বোর্ডের (West Bengal Joint Entrance Examinations Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে WBJEE 2022 পরীক্ষার অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card 2022) দেওয়ার তারিখ এবং সময় প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রবেশপত্র ২৫ এপ্রিল, ২০২২-এ প্রকাশিত হবে। যে সকল প্রার্থীরা উক্ত পরীক্ষায় বসতে আগ্রহী তাঁরা শীঘ্রই এই বিষয়ে খোঁজ নিতে পারেন। প্রার্থীদের WBJEE-এর অফিসিয়াল সাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তি মাধ্যমে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড উল্লিখিত পরীক্ষার তারিখও সংশোধন করেছে। এর পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই পরীক্ষাটি ২৩ এপ্রিল, ২০২২-এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বর্তমানে পরিবর্তিত সময়সূচী অনুযায়ী পরীক্ষাটি এখন ৩০ এপ্রিল, ২০২২-এ পরিচালিত হবে৷
আরও পড়ুন –
যে সকল প্রার্থীরা উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা পরীক্ষার সময়, তারিখ, নিয়মাবলী, অ্যাডমিট কার্ড (WBJEE Admit Card 2022) ডাউনলোড ও অন্যান্য বিষয়ে জানতে এখানে উপলদ্ধ লিঙ্কটি https://wbjeeb.nic.in/wbjeecms/File/GetFile?FileId=88&LangId=P ব্যবহার করতে পারেন।
এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন –
WBJEE Admit Card 2022: কীভাবে ডাউনলোড করতে হবে
প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীরা নিচে দেওয়া এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন।
• প্রার্থীদের সবার প্রথমে WBJEEB-এর অফিসিয়াল সাইটের প্রদত্ত লিঙ্কে wbjeeb.nic.in-এ যেতে হবে ও ওয়েবসাইটটি খুলতে হবে
• হোম পেজে উপলব্ধ ‘WBJEE Admit Card 2022’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
• লগইনের সমস্ত বিশদ বিবরণ লিখতে হবে এবং সাবমিট বোতামে ক্লিক করতে হবে
• প্রার্থীদের অ্যাডমিট কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে
• অ্যাডমিট কার্ডটি খুব ভালো করে দেখে নিতে হবে যাতে নাম বা অন্যান্য বিবরণে কোথাও ভুল না থাকে এবং ওই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে
• প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে অ্যাডমিট কার্ডের একটি হার্ড কপি সংরক্ষণ করে রাখতে হবে।
পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে- প্রথম পত্র (গণিত) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র (ফিজিক্স ও কেমিস্ট্রি) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত বিশদ বিবরণের জন্য প্রার্থীরা WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
নিউজ১৮ বাংলা