
পাচার রুখতে স্পেশাল এই টিম কাজে নেমে পড়ে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বাঁকুড়া সদর, কোতুলপুর, ছাতনা সহ বেশ কয়েকটি থানা এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলছিল। একের পর এক অভিযোগ সামনে আসছিল। এই অবস্থায় বিষয়টি যথেষ্ট গুরত্ব দিয়ে দেখে পুলিশ। আর এরপরেই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে ডিএসপি, ডিএনটি’র নেতৃত্বে তিন থানার আইসি, ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে ‘সিট’ গঠন করা হয়। সেই মতো গরু পাচার রুখতে স্পেশাল এই টিম কাজে নেমে পড়ে।

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে
জানা যাচ্ছে, ‘সিটে’র সদস্যরা তদন্তে নামার ১০ দিনের মধ্যে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখা শুরু করে। এর মাঝেই পুলিশের কাছে খবর আসে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকার একদল দুস্কৃতী রাত ১২ টার পর বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলির প্রত্যন্ত গ্রামগুলিতে গরু চুরি করে সকালের মধ্যে ফের নিজেদের ডেরায় ফিরে যায়। আবার সেই চুরি করা গরুগুলিকে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয় বলেও তদন্তে চাঞ্চল্যকর তিথ্য উঠে আসে।

নড়েচড়ে বসে ‘সিটে’র তদন্তকারী অফিসাররা।
আর এই তথ্য হাতে পাওয়ার পরেই একেবারে নড়েচড়ে বসে ‘সিটে’র তদন্তকারী অফিসাররা। অভিযুক্তদের হাতেনাতে ধরতে একেবারে ওৎ পেতে থাকেন। অবশেষে মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বালিচকে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই ৬ দূস্কৃতিকে হাতে নাতে ধরে ফেলেন। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর করে এদিন বাঁকুড়া জেলা আদালতে তোলা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বড়সড় মাথা আছে বলেই মনে করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা এবিষয়ে বলেন, ধৃতরা পুলিশী জেরায় নিজেদের দোষ স্বীকার করেছে। অভিযুক্তদের ফের পুলিশী হেফাজতে নিয়ে জেরা করে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করা হবে বলে তিনি জানান। পুলিশ সূত্রে খবর, বড়সড় এই কেলেঙ্কারিতে বড়সড় মাথা আছে বলেই মনে কজরা হচ্ছে।
- প্রতি ক্লাসে লেকচারার পাবেন ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আজব নোটিশ
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- Abhishek Banerjee: জটিল অস্ত্রোপচার সফল, দীপাবলির আগেই দেশে ফিরছেন অভিষেক
- অনলাইনে টেটে নিয়োগের আবেদন শুরু, চাকরি পাবেন কারা?
- বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই, চাকরিপ্রার্থীদের ওপর পুলিসের লাঠিচার্জ প্রসঙ্গে সরব দিলীপ
- পুলিসের বলপ্রয়োগে উঠল আন্দোলন, হাইকোর্টে মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতির
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশিস কুমার চট্টোপাধ্য়ায়
- সোনালিকে ‘রিলিজ’, আশিস এ বার সামলাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ
- দুয়ারে রেশন মামলা এবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের