রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জেনারেল সুরভিকিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কমান্ডারের দায়িত্ব দিয়েছেন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বিপর্যয়। চারটি এলাকাকে সংযুক্ত ঘোষণা করার পরেই দুটি এলাকা ছিনিয়ে নিয়েছে ইউক্রেন। সেই বাড়তে থাকা অসন্তোষের পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ করেছেন প্রেসিডেন্ট পুতিন। বহু যুদ্ধের নায়ক জেনারেল সের্গেই সুরভিকিনকে দায়িত্ব তুলে দিয়েছেন পুতিন।

 ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার নতুন কমান্ডার! কী তার পরিচয়, আগে কোন দায়িত্বে ছিলেন

ইউক্রেন তাদের উত্তর-পূর্ব এবং দক্ষিণের দুটি অঞ্চল রাশিয়ার থেকে ছিনিয়ে নেওয়ার পরে দুই রাশিয়ান সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়। এরই মধ্যে ২০১৪ সালে সংযুক্ত হওয়া ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী সেতু ধ্বংসের পরে আরও বড় ধাক্কা খেয়েছে রাশিয়া। সেই পরিস্থিতিতে জেনারেল সের্গেই সুরভিকিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের দায়িত্ব দেওয়াটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

কে এই জেনারেল সের্গেই সুরভিকিন, তা জানতে গেলেই চোখে পড়ছে ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার দক্ষিণের সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৬৬ সালে সাইবেরিয়ার নোভোসিবিরস্কে জন্মগ্রহণ করা এই সের্গেই সুরভিকিন সিরিয়ায় যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য পদক পেয়েছিলেন। আমেরিকার প্রতিরক্ষা বিষয়ক নীতি নির্ধারণকারী জেমনটাউন ফাউন্ডেশনের প্রতিবেদন অনুসারে এই মুহুর্তে রাশিয়ার বাহিনীতে নির্মম জেনারেল হিসেবে পরিচিত।
২০০৮ সালের পর সের্গেই সুরভিকিন জেনারেল স্টাফ এবং প্রতিরক্ষামন্ত্রকের শীর্ষ পদেও ছিলেন। তবে সেনা বাহিনীতে থাকার সময় দুবার কারাবাসেও যেতে হয়েছিল তাঁকে। প্রথমবার ১৯৯১ সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের আগে মস্কোতে তাঁর নেতৃত্বাধীন সেনারা কয়েকজন বিক্ষোভকারীকে হত্যা করে। যার জন্য তাঁর জেল হয়। ছমাস জেল খাটার পরে বিনা বিচারেই ছাড়া পান তিনি। এরপর অবৈধ অস্ত্র কেনার অভিযোগ সাজা হলেও তা বাতিল হয়ে যায়।

সিরিয়ায় বাশার আল-আসাদের পক্ষ নিতে গিয়ে সেখানে রাশিয়ার কমান্ডার জেনারেল সের্গেই সুরভিকিন নৃশংস হামলা চালিয়েছিলন বলে অভিযোগ। সেই সময় মানবাধিকার সংগঠনের তরফে তাঁকে আইনলঙ্ঘনের জন্য তালিকাভুক্তও করা হয়। তবে কেউ কেউ আবার জেনারেল সের্গেই সুরভিকিনকে রাশিয়ার সেনাবাহিনীর সব থেকে দক্ষ কমান্ডারও বলছেন। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, জেনারেল সের্গেই সুরভিকিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কমান্ডারের দায়িত্ব দেওয়া থেকেই পরিষ্কার যেসব অঞ্চল রাশিয়ার হাতছাড়া হয়েছে, সেই সব এলাকার কোনও একটিকে কেন্দ্র করে আক্রমণ চালাতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Source link

Leave a Comment