প্রসঙ্গত, রাতভর করুণাময়ী মোড়ে ধর্নায় বসে রয়েছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। অবস্থান তুলে নিতে পুলিস মাইকিং করলেও কর্ণপাতে রাজি নন আন্দোলনকারীরা। বাহাত্তর ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে গিয়ে নিয়োগপত্র দিতে হবে। না হলে পরিবারের সদস্যদের নিয়ে অবস্থানের, হুঁশিয়ারি টেট উত্তীর্ণদের।করুণাময়ীতে আন্দোলনকারী টেট উত্তীর্ণদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে অবশেষে তাদের নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে।
ঠিক কী দাবি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের? এই চাকরীপ্রার্থীদের দাবি, নয়া নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নিতে চান না। তাঁদের সরাসরি নিয়োগ করতে হবে। কারণ তাঁরা প্রত্যেকেই ২০১৪ সালে টেট পাশ করেছেন। এমনকী দু’বার ইন্টারভিউও দিয়েছেন। অথচ তাঁদের হাতে এখনও নিয়োগপত্র আসেনি। সেখানে আগামীকাল বুধবার থেকে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আগে তাঁদের নিয়োগপত্র দিতে হবে।
সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস অভিযানের ডাক দেয় চাকরিপ্রার্থীরা। গতকাল দুপুর ১ টা নাগাদ, কয়েকজন আন্দোলনকারী পর্ষদের দিকে এগোতে গেলে, বাধা দেয় পুলিস। তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের পুলিস। এরপর, হঠাত্ই, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে অবস্থানে বসে তারা।
- BGTA SURAKSHA
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে শুরু ইন্টারভিউ
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- হাইকোর্টের ধমকে কড়া পুলিস, উঠল অবস্থান! বদলাল কৌশলও
- ‘আমি তো চাই কারও চাকরি যেন না যায়’ Mamata Banerjee reacts on teachers Job
- ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষ দের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ
- ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগপত্র না পেলে আমরণ অনশন, বৃহত্তর আন্দোলনের ডাক TET চাকরিপ্রার্থীদের
- স্কচ সিলভারে পুরস্কৃত উৎসশ্রী পোর্টাল, খুশির হাওয়া স্কুল শিক্ষা দফতরে
- TET: প্রাইমারি টেট এর সিলেবাস কি? বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ