ধূসর ধরণীতে প্রাণের স্পন্দন, নিয়ে আসবেন দেবী দূর্গা

 

সোশ্যাল মিডিয়ার যুগে

সোশ্যাল মিডিয়ার যুগে

সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ আজ বড়ো আত্মকেন্দ্রীক হয়ে উঠছে। বিজ্ঞানের উজ্জ্বল আলোর মাঝেও কোথাও যেন অন্ধকার! অস্থির পৃথিবীতে আনন্দের বার্তা নিয়ে আসছেন আনন্দময়ী মা। আর মা’য়ের এই আগমনে সকলের কাছে অভিনব বার্তা তুলে ধরার উদ্যোগ নিয়েছে উলুবেড়িয়া শহরের অন্যতম নোনা অ্যাথলেটিক্স ক্লাব। গ্রামীণ হাওড়ার মহিলা পরিচালিত পুজোগুলির মধ্যে অন্যতম উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক্স ক্লাব। এবার তাদের ভাবনা ‘ধূসর ধরণীতে প্রাণের স্পন্দন’।

পরিবেশবান্ধব সামগ্রী

পরিবেশবান্ধব সামগ্রী

কাপড়, কাগজ, কাঠ সহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রীতে সেজে উঠছে মন্ডপ। প্রতিমাতেও থাকছে ভাবনার ছোঁয়া। উদ্যোক্তারা জানান, এবার এই পুজোর বাজেট প্রায় আট লাখ টাকা। পুজো কমিটির সম্পাদক কুহেলী ঘোষ জানান,”বেশ কয়েক বছর ধরে আমরা উলুবেড়িয়ার বুকে থিম পুজো করে চলেছি। প্রতিবছরই অভিনব ভাবনা উপহার দেওয়ার চেষ্টা করি। এবারও আমরা এক অন্য রকম ভাবনার প্রতিফলন ঘটাব।”

মহালয়াতেই পুজোর উদ্বোধন

মহালয়াতেই পুজোর উদ্বোধন

বিগত বছরের মতো মহালয়াতেই পুজোর উদ্বোধন ঘটবে। এবারও পুজো উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও ডেঙ্গু সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারেরও উদ্যোগ নিয়েছে এই পুজোর কমিটি। রীতি মেনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। উদ্যোক্তাদের আশা, বিগত বছরের মতো এবারও উৎসবের দিনগুলিতে নোনা অ্যাথলেটিক্স ক্লাবের পুজোয় উপচে পড়বে ভিড়।

জ্যোতিষশাস্ত্রে বলা হয় মা দুর্গার ন’দিন ভক্তদের জন্য পৃথিবীতে আসেন এবং তাদের ওপর বিশেষ আশীর্বাদ করে থাকেন। মায়ের কৃপায় অনেকেই জীবনের দুঃখ কষ্ট দূরে চলে যায় এবং যে ভক্ত মন দিয়ে মাকে ডাকেন সে জীবনে সফলতা পান। জ্যোতিষশাস্ত্র অনুসারে নবরাত্রিকে খুব বিশেষ বলে মনে করা হয়। এবার চলতি বছরে মা দুর্গা আসছেন হাতিতে চড়ে। যা কিন্তু খুব শুভ।

মা দুর্গার হাতিতে চড়ে যাত্রা কিন্তু খুব শুভ কিন্তু কেন নবরাত্রিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা হয়তো অনেকেই জানেন না। এবারের নবরাত্রি শুরু হচ্ছে সোমবার থেকে। বলা হয় নবরাত্রি যদি সোমবার বা রবিবার থেকে শুরু হয় তাহলে মা কিন্তু গজেই আসেন। তাই এবার চলতি বছরে মা সোমবার আসছেন, তাই তিনি হাতিতেই আসছেন। মা যখন গজে আসেন তখন সমৃদ্ধি, সুখ নিয়েই আসেন। তাই এ সময় যে সকল ভক্ত মাকে মন থেকে ডাকবেন, মা তাদের মনের কথা শুনবেন এবং তাদের আর্থিক দিক এবং সমৃদ্ধির দিকে মা দেখবেন। মায়ের বিশেষ কৃপায় তাঁদের জীবনে অনেক উন্নতি হবে।

পুজোর দিনক্ষণ

পুজোর দিনক্ষণ

এই বছর প্রতিপদ (মা শৈলপুত্রী): ২৬ সেপ্টেম্বর,।দ্বিতীয়া (মা ব্রহ্মচারিণী): ২৭ সেপ্টেম্বর, তৃতীয়া, মা (চন্দ্রঘণ্টা): ২৮ সেপ্টেম্বর,।চতুর্থী (মা কুষ্মাণ্ডা): ২৯ সেপ্টেম্বর,।পঞ্চমী (মাতা স্কন্দমাতা_: ২০ সেপ্টেম্বর, ষষ্ঠী ০১ অক্টোবর পর্যন্ত, সপ্তমী (মা কালরাত্রি): ০২ অক্টোবর, অষ্টমী (মা মহাগৌরী): ০৩ অক্টোবর, নবমী (মা সিদ্ধিদাত্রী): ০৪ অক্টোবর, দশমী (মা দুর্গা প্রতিমা বিসর্জন): ৫ অক্টোবর

 

 

Source link

Leave a Comment