এসএসসি-র গ্রুপ ডির একটি মামলার শুনানি করছিলেন বিচারপতি বিশ্বজিত্ বসু। সেখানেই তিনি শিক্ষক নিয়োগ নিয়ে তিনি একাধিক মন্তব্য করেন। বিচারপতি বসু বলেন, বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমিও সেই লড়াইয়ে সামিল হলাম। শিক্ষক নিয়োগ নিয়ে যে পরিসংখ্যান হাতে এসেছে তা ভয়ঙ্কর।
উল্লেখ্য, গতকাল বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে ওএমআর দুর্নীতির ফরেন্সিক রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্ট দেখে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আমি শকড। ওই রিপোর্টে দেখা যাচ্ছে শূন্য় পাওয়া পরীক্ষার্থীদের ৫৩ পাইয়ে দেওয়া হয়েছে। গ্রুপ সি-তে ৩,৪৮১ জনের নম্বর বদল করা হয়েছে। গ্রুপ ডি-তে ২,৮২৩ জনের নম্বর বদল করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ হয়তো ১ বা কেউ হয়তো ০ পেয়েছিলেন। আদালতে সিবিআই জানিয়েছে, এসএসসি সার্ভার রুম থেকে ৩টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। সেই হার্ড ডিস্ক থেকেই দেখা গিয়েছে, প্রার্থীদের প্রাপ্ত নম্বর হয়তো ছিল ১ বা ০। হাইকোর্টে আজ মোট ৪টি রিপোর্ট পেশ করে সিবিআই। যথা- গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি একাদশ-দ্বাদশ এবং এসএসএসটি নবম-দশম শ্রেণির ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট। প্রতিটি রিপোর্টেই বিস্ফোরক তথ্য!
সিবিআইয়ের দাবি, এসএসসির সার্ভার থেকে ৯০৭ জন পরীক্ষার্থীর নম্বর বদল করা হয়েছে। এদের মধ্যে প্যানেলে নাম রয়েছে ৬৩১ জনের। দেখা যাচ্ছে, প্রার্থী হয়তো আদতে ১ বা ০ পেয়েছেন। ফেল করেছেন! অথচ সার্ভারে ওই প্রার্থীর প্রাপ্ত নম্বর দেখা যাচ্ছে ৫০ বা ৭০। এমনকি ফাঁকা ওএমআর শিট পর্যন্ত জমা দেওয়া হয়েছে! প্রার্থী কিছুই লেখেননি! যেখানে পরে ৫৩ নম্বর বসিয়ে দেওয়া হয়েছে। এদিন শুনানিতে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় সাফ বলে দেন এই সমস্ত বেআইনি প্রার্থীরা তাঁদের চাকরি হারাবেন। যদি তাঁরা নিজে থেকে পদত্যাগ করেন তো ভালো, আদালত তাহলে কোনও পদক্ষেপ করবে না। কিন্তু যদি তাঁরা তা না করেন, তাহলে আদালত অন্যভাবে এই বিষয়ে ব্যবস্থা নেবে। এই সকল প্রার্থীরা পদত্যাগ না করলে, পরবর্তীতে তাঁরা যেন আর কোনও সরকারি চাকরির পরীক্ষায় না বসতে পারেন, আমি সেই নির্দেশ দেব। পদত্যাগ না করলে তাঁরা কেউ অন্য সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না।পদত্যাগ করলে বুঝব যে তাঁরা বুঝতে পেরেছেন, নিজেরা কী করেছেন! নাহলে কড়া পদক্ষেপ।’
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে শুরু ইন্টারভিউ
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- হাইকোর্টের ধমকে কড়া পুলিস, উঠল অবস্থান! বদলাল কৌশলও
- ‘আমি তো চাই কারও চাকরি যেন না যায়’ Mamata Banerjee reacts on teachers Job
- ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগপত্র না পেলে আমরণ অনশন, বৃহত্তর আন্দোলনের ডাক TET চাকরিপ্রার্থীদের
- এভাবে ফুটপাতে বসতে হবে ভাবিনি, লক্ষ্মী সেজে ধর্মতলার ধরনা মঞ্চে চাকরি প্রার্থীরা
- WB Group-C Clerk and Group-D Recruitment
- Primary TET এবং SSC-র WB TET Interview
- হিমশৈল্যের চূড়ামাত্র, হাইকোর্টে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি বসুর