BGTA SURAKSHA

(বিজিটিএ সুরক্ষা )BGTA SURAKSHA

Important


কারা কারা আমাদের সুরক্ষা নিতে পারবেন সেটা অনেকেই বুঝতে পারছেন না।
জুনিয়র, মাধ্যমিক, উচ্চ- মাধ্যমিক স্কুলের/ মাদ্রাসার – –

  1. HM/AHM/পিজি /অনার্স / গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকা,
  2. পার্শ্ব- শিক্ষক শিক্ষিকা,
  3. ক্লার্ক,/পিওন/ গ্রুপ ডি,
  4. লাইব্রেরিয়ান
  5. আই সি টি শিক্ষক শিক্ষিকা,
  6. ভোকেশনাল স্তরের শিক্ষক শিক্ষিকা
    এছাড়াও বৃহত্তর শিক্ষা সমাজের ক্ষেত্রে
  7. SSK/MSK শিক্ষক শিক্ষিকা
  8. SSK/MSK শিক্ষাকর্মী
  9. কলেজের অধ্যাপক অধ্যাপিকা
  10. কলেজের সকল স্তরের শিক্ষা কর্মী।
  11. যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রাইভেট স্কুলের স্থায়ী শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ
  12. পৌরসভা এবং রেজিস্টার্ড বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার সাথে জড়িত ব্যক্তি ।
    এক কথায় শিক্ষা সমাজের সাথে জড়িত সকল প্রকার ব্যক্তিবর্গ


ONLINE POLICY নেওয়ার পূর্বে এগুলি পড়ুন

1) সুরক্ষা পলিসিতে বাবা/মা , শ্বশুর/শাশুড়ি এবং নির্ভরশীল অভিভাবকদের যুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 72 বছর । আপনি এটা জানেন তো ?

2) স্বামী , স্ত্রী , সন্তান অর্থাৎ পরিবারে থাকা ব্যক্তিরা একটি মাত্র পলিসি গ্রহণের ক্ষেত্রে পরিবার বাদ দিয়ে শুধুমাত্র পিতা-মাতা বা শশুর-শাশুড়িকে নিয়ে পলিসি নিতে পারবেন না । এটি আপনি জানেন তো ?

3) আপনি অনলাইনে যে জেলার থেকে সুরক্ষা পলিসি গ্রহণ করছেন , সেই জেলার কোন নেতৃত্বকে আপনি ফোন করে জানিয়ে সুরক্ষা পলিসি গ্রহণ করছেন , সেটি অনুগ্রহ করে লিখে জানাবেন ।

আজ থেকে অনলাইন প্রসেস শুরু হচ্ছে। এছাড়া রাজ্য জুড়ে অফলাইন ক্যাম্প হবে। যারা অনলাইনে BGTA সুরক্ষা পলিসি নিতে চান, নীচের লিংক এ ক্লিক করুন নিতে পারেন —

ONLINE POLICY LINK


DAY CARE LIST


।।BGTA সুরক্ষা মেডিক্লেম পলিসি নিতে আগ্রহীদের সুবিধার জন্য এবং জেলা অনুযায়ী অফলাইনে পলিসি গ্রহণে সাহায্যের জন্য এবং পলিসি রিনিউয়াল এর জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ও নম্বর :

1) আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি জেলা : .

ধীমান রায় (8906747342)

বরুণ কুমার বিশ্বাস (8759535149)

2) শিলিগুড়ি জেলা :

শমীক মিত্র (9832509856)
সমরেন্দ্র চৌধুরী (9474514594)

3) কোচবিহার জেলা :

তাপস দাস ( 7001789169 ) কিরণ রায় ( 9732537379 )

4) উত্তর দিনাজপুর জেলা :

সঞ্জীব কুমার পাল ( 9475251694)

চিন্ময় বরণ পাল ( 9474387002)

5) দক্ষিণ দিনাজপুর জেলা :
বিশ্বজিৎ সরকার (বালুরঘাট) ( 9851464042 )
অথবা , সুকান্ত সাহা (গঙ্গারামপুর) ( 9002447177 )

6) মালদহ জেলা :

মহ: আসলাম হোসেন ( 9749069295 )

কৌশিক দাস ( 9614406857 )

7) মুর্শিদাবাদ জেলা :
মানস ব্যানার্জি (9932442800)
অথবা, নীলাদ্রি শেখর সমাদ্দার (9378456554)
অথবা, মোঃ হাসানুজ্জামান (9932887282)
অথবা, সুজিত কুমার ঘোষ (9475767609)
অথবা, শুভাশিস সাহা (8900029966)

8) বীরভূম জেলা :

সুজিত বঙ্গ ( 7001456254 )
সীতারাম বাগ ( 8617593594 )
সুব্রত সাহা(8250649657)

9) পূর্ব বর্ধমান জেলা :

কৌশিক ঘোষ ( 9732230746 )

, দেবরঞ্জন সাঁই ( 6294622032 )

10) পশ্চিম বর্ধমান জেলা :

ধর্মদাস কুন্ডু ( 9614278996 )

উজ্জ্বল স্যার (9832170992)

তপন কুমার দাস ( 6294625500 )

11) হাওড়া জেলা :

প্রসেনজিৎ প্রামানিক (উত্তর হাওড়া) ( 9733514299 )
সমীরণ দাস (সাঁতরাগাছি ও ডোমজুড়) ( 9674494320 )
মনোজ কারার (দ: ও মধ্য হাওড়া) ( 9051189667 )
প্রদীপ ঘোষ (ডোমজুড় ও বড়গাছিয়া) ( 7063747778 )
স্বপন মন্ডল ( 9748514115 ) (উলুবেড়িয়া ও শ্যামপুর)
সেখ সামসুদ্দিন (9143122113 ) (উলুবেড়িয়া ও শ্যামপুর)
সৌমেন ঘোষ ও মাধব চন্দ্র পাল (পাঁচলা)( 9433864323 / 9732561077 )
অসীম চন্দ্র ও সৌমেন ঘোষ (আমতা)( 9732561077 / 7001623585 )
কল্যাণ সামন্ত (বাগনান) ( 9836751025 )
শরৎ পাল (আন্দুল) ( 9681123582 )
প্রণব ঘোষ (সাঁকরাইল) ( 9830574463 )

12) হুগলি জেলা :

চিন্ময় ঘোষ (9475113080)
অথবা , সঞ্জীব চট্টোপাধ্যায় (8621080943)

13) বাঁকুড়া জেলা :

দিব্যেন্দু মিশ্র: 9531645812
রামস্বরূপ নায়ক: 8016783985
অভিজিৎ দাস: 7908142257
সুব্রত পন্ডা: 9153500550
বিশ্বজিৎ রায়: 9775528315

14) পূর্ব মেদিনীপুর জেলা :

রত্নদ্বীপ সামন্ত ( 9775552024 )
শিবশঙ্কর গিরি ( 91536 63105 )
প্রদীপ্ত দাস ( 9732578277 )

15) পশ্চিম মেদিনীপুর জেলা :

শংকর মান্না : ( 9933679938 )
শিবপ্রসাদ নন্দী ( 8653532244 )
রীতেশ কামিল্যা ( 9800232630 )
রাজেশ করণ ( 8250022790 )
আশীষ গিরি ( 9733982244 )
নিমাই রানা : ( 9609125197 )
ফাল্গুনী ভুঁইয়া : ( 8926848443 )

16) ঝাড়গ্রাম জেলা :

সতীশচন্দ্র মাহাত-(9647642940)
মনোজ কুমার মাহাত ( 9932884196 )
সত্যবান মণ্ডল ( 9434589089 )
শুভেন্দু শেখর সাহা-(9126423759)
দেবাশীষ গিরি-(8116732092)
দেবজ্যোতি পাণি-(7478171509)
আদিত্য কুমার মন্ডল-(9002154815)
বিকাশ বেরা-(9932228167)

17) নদিয়া জেলা :

গৌতম বিশ্বাস ( 8653498384 )
অথবা , পুলক সরকার ( 8609981473 )
অথবা , শ্রাবনী ম্যাম (8927798362)

18) উত্তর ২৪ পরগনা জেলা :(ব্যারাকপুর জোন)


মনোরঞ্জন জানা ( 9007841007 )
অথবা , ভিক্টর মল্লিক ( 7278372784 )
অথবা , বিকাশ আকর্ষণ ( 8372918660- WhatsApp )/9477537280
অথবা , চম্পা মণ্ডল ( 7980998593 )
উত্তর ২৪ পরগনা জেলা : (বারাসাত জোন)
ভবরঞ্জন স্যার ( 7001855211 )
অথবা , মনোজ স্যার ( 9734416277 )
অথবা , ভূপেন্দ্র স্যার ( 8145301198 )

19) দক্ষিণ ২৪ পরগনা জেলা :

দেবদাস মণ্ডল (9836829579) অথবা , অসিত রঞ্জন মৃধা (9775676535) বা পবিত্র মন্ডল ( 9836692713 ) বা মানব দাস ( 9064794524 )

20) কলকাতা :

ধ্রুবপদ ঘোষাল (7003160354)

21) পুরুলিয়া জেলা :

মানস স্যার ( 99334 95570 )
মনোজিত স্যার (8250281451)
সদানন্দ স্যার (9126425520)


সুরক্ষা উদ্যোগ সম্পর্কে জানতে এবংBGTA সুরক্ষা স্বাস্থ্য বীমায় যোগ দেওয়ার উদ্দেশ্যে নতুন 3 নম্বর গ্রুপ খোলা হলো ।

সুরক্ষা সংক্রান্ত 1 এবং 2 নম্বর গ্রুপে যারা আছেন , তারা এই গ্রুপে প্রবেশ করবেন না । বরং যারা নতুনভাবে সুরক্ষা পলিসি নিতে চান তাদের জন্য এই 3 নম্বর গ্রুপের লিংক ছড়িয়ে দিয়ে সহযোগিতা করবেন ।

সুরক্ষা উদ্যোগকে আরোও প্রসারিত করতে এবং আগামীতে বীমা কোম্পানির থেকে নতুন নতুন সুবিধা আদায়ের লক্ষ্যে , নতুনভাবে যারা পলিসি নিতে চান তাদের নিকট নিচের গ্রুপগুলির লিঙ্ক পাঠিয়ে দিন এবং তাদের এই what’s app group এ যুক্ত হতে অনুরোধ জানান ।

https://chat.whatsapp.com/B5yTvegb2hNAXXzbOvlAwW

অথবা , তাদের এই টেলিগ্রাম group এ যুক্ত হতে অনুরোধ জানান ।

https://t.me/+BtJ5Uh0WXkdmNWY1






আপনাদের অনেকের একাধিকবার জিজ্ঞাসা করা প্রশ্নের মধ্যে একটি ছিল হাসপাতাল লিস্ট কোথায় পাবো ? হাসপাতাল লিস্ট দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন :

Click here to view Network Hospital List

https://www.paramounttpa.com/Home/ProviderNetwork.aspx

INSURANCE COMPANY :

UNITED INDIA INSURANCE COMPANY LTD

POLICY TYPE : GROUP

GROUP CODE : BGTA