আগে উত্তর দেননি-
অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরেই বিপুল সম্পত্তির খোঁজ পান সিবিআই আধিকারিকরা। এমনকি একাধিক ভুয়ো সংস্থার নাম সামনে আসে। যেগুলির ডিরেক্টর হিসাবে সুকন্যা মণ্ডলের নাম রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। এমনকি সেই সমস্ত সংস্থার নামে কোটি টাকার জমি সহ বেশ কিছু সম্পতি কেনা হয়েছে বলেও খবর। এমনকি পাঁচ কোটি টাকা ব্যায়ে চালকল কেনা হয়েছে বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। সেখানেও মালিক হিসাবে অনুব্রত কন্যার নাম। আর এরপরেই এউ বিষয়ে জেরা করা হয় সুকন্যা। না এবং হ্যাঁতে অর্ধেক উত্তর সিবিআইকে জানান তিনি। এমনকি হিসার রক্ষক সব জানেন বলেও সিবিআইকে জানান সুকন্যা। এরপরে এই সংক্রান্ত নথি চাওয়া হয়। কিন্তু কিছু জমা দেননি। আর তাই ফের নোটিশ সুকন্যাকে। যেখানে সংস্থার বিস্তারিত তথ্য, টাকার হিসাব সব চাওয়া হয়েছে বলেই খবর।
পরিচারকদের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন
একটি বিশেষ সূত্রে সিবিআই জানতে পেরেছে ড্রাইভার, রাঁধুনি সহ একাধিক পরিচারকের অ্যাকাউন্ট টাকা লেনদেনের জন্যে ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল। এমন একাধিক ব্যক্তি এই মুহূর্তে তদন্তকারীদের র্যাডারে। আর সেই লক্ষ্যেই আজ শুক্রবার অনুব্রত মণ্ডলের এক পরিচারিকাকে জেরা শুরু করেছে সিবিআই। জানা যাচ্ছে, ওই ব্যক্তি রান্নার কাজ করেন কেষ্টর বাড়িতে। এমনকি খুবই ঘনিষ্ট বলেই খবর। বোলপুরের সিবিআই ক্যাম্পে ওই ব্যক্তিকে জেরা করা হচ্ছে বলে খবর। এমনকি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পইক্ষা করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
ব্যাঙ্ক আধিকারিকদের জেরা
অন্যদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া প্রমাণ জোগাড়ে মরিয়া সিবিআই। আর সেদিকে তাকিয়ে গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। জেরা করা হয়েছে ব্যাঙ্ক আধিকারিকদেরও। আজ শুক্রবার সকাল থেকে ফের তৎপরতা শুরু হয়েছে সিবিআইয়ের তরফে। সকাল থেকে ব্যাঙ্ক আধিকারিকদের জেরা পর্ব শুরু হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী পাঁচ তারিখ ফের আদালতে তোলা হবে অনুব্রতকে। একটা লম্বা সময় হাতে পেয়েছে সিবিআই। আর সেই সময়টাকে একেবারে পুরোদমে কাজে লাগাচ্ছে তদন্তকারীরা।
- প্রতি ক্লাসে লেকচারার পাবেন ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আজব নোটিশ
- দীপাবলিতে কালী সেজে ধর্মতলায় ধরনা টেট উত্তীর্ণদের
- Abhishek Banerjee: জটিল অস্ত্রোপচার সফল, দীপাবলির আগেই দেশে ফিরছেন অভিষেক
- অনলাইনে টেটে নিয়োগের আবেদন শুরু, চাকরি পাবেন কারা?
- বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই, চাকরিপ্রার্থীদের ওপর পুলিসের লাঠিচার্জ প্রসঙ্গে সরব দিলীপ
- পুলিসের বলপ্রয়োগে উঠল আন্দোলন, হাইকোর্টে মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতির
- মধ্যরাতে অভিযান! করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিস
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশিস কুমার চট্টোপাধ্য়ায়
- সোনালিকে ‘রিলিজ’, আশিস এ বার সামলাবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ
- দুয়ারে রেশন মামলা এবার সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের