Jio 5G ওয়েলকাম অফার
Jio 5G ওয়েলকাম অফারের মাধ্যমে গ্রাহকদের নয়া নেটওয়ার্ক পরখ করতে উত্সাহিত করছে জিও। তবে সবাই তা পাবেন না। আপাতত একটি বেটা টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। তাই নির্দিষ্ট কিছু স্থানে অল্প সংখ্যক গ্রাহকই এই অফার পাবেন। এই ট্রায়াল সফল হলে তবেই সবার জন্য ৫জি চালু করা হবে।
ফলে আপনি ৫জি ব্যবহার করতে চাইলেই হবে না। আপনি যদি এই অফারের জন্য জিয়োর থেকে সিলেক্টেড হন, তবেই এই অফার পাবেন। কোনও ইনভিটেশন বা রিচার্জ প্ল্যানের ব্যবস্থা নেই।
কোন ৪টি শহরে প্রথমে এই অফার আসছে?
মঙ্গলবার (দুর্গাপুজোর নবমী) একটি বিবৃতিতে জিয়োর তরফে জানানো হয়েছে, ‘২০২২ সালের ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে সাফল্যের সঙ্গে নিজেদের True-5G সার্ভিসের বর্ণনার পর দশেরার (বিজয়া দশমী) শুভ মুহূর্তে চারটি শহর তথা মুম্বই, দিল্লি, কলকাতা এবং বারাণসীর (নির্দিষ্ট) গ্রাহকদের জন্য বিটা ট্রায়াল শুরু করতে চলেছে জিয়ো (Jio)।’
আগামী বছরের শেষের মধ্যে গোটা দেশেই 5G চালু করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি।
Jio 5G প্ল্যানের দাম কেমন হবে?
Reliance Jio এখনও Jio 5G প্ল্যানের দাম ঘোষণা করেনি। তবে, মুকেশ আম্বানি এই বিষয়ে জানিয়েছেন যে, Jio 5G-র প্ল্যান বিশ্বের যে কোনও টেলিকমের তুলনায় সর্বনিম্ন হবে।
তাছাড়া এখন বেটা টেস্টিংয়ের জন্য সিলেক্টেড হলে তো সোনায় সোহাগা! সেক্ষেত্রে প্রাথমিকভাবে বিনামূল্যেই আনলিমিটেড জিও ৫জি অ্যাকসেস পাবেন। ঠিক যেমন ৪জি আসার সময়ে ফ্রি ডেটা দিত জিও। ফলে সেটি পেলে আলাদা কোনও রিচার্জও করতে হবে না আপাতত।
Jio 5G-র জন্য আবার নতুন সিম কিনতে হবে নাকি?
না,তার কোনও দরকার নেই। রিলায়েন্স জিও জানিয়েছে, গ্রাহকদের বর্তমান সিমেই ৫জি নেটওয়ার্ক মিলবে। এর জন্য নতুন কোনও সিম নেওয়ার প্রয়োজনীয়তা নেই। শর্ত একটিই। আপনার ফোন 5G হতে হবে।
- Pillars of Creation: ‘সৃষ্টির স্তম্ভে’র ছবি তুলল James Webb, ফের মুগ্ধ মানবজাতি
- WhatsApp গ্রুপে এবার ১,০২৪ জন মেম্বার অ্যাড করা যাবে! শীঘ্রই আসছে আপডেট
- চন্দ্রপৃষ্ঠের সোডিয়ামের ম্যাপিং করল চন্দ্রযান-২- সাফল্য ISRO-র
- Elon Musk-এর দেওয়া আগের শেয়ার দর গ্রহণ করল Twitter! শীঘ্রই হতে পারে হস্তান্তর
- Jio 5G-এর ট্রায়াল শুরু! বিনামূল্যে হাইস্পিড ডেটা, কীভাবে পাবেন?
- WhatsApp Update: লুকিয়ে স্ক্রিনশটের দিন শেষ! ‘View Once’ মেসেজে সেই সুবিধা বন্ধ করল WhatsApp
- How to Get 5G Network: ফোনে 5G অন করবেন কীভাবে? জেনে নিন সেটিংস
- অগাস্টে ২.৩ মিলিয়ন ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, রিপোর্ট,
- কর্মসংস্থানই লক্ষ্য: শিল্প এবং কর্মসংস্থানে বাংলাকে দেশের মধ্যে প্রথম হিসাবে তুলে ধরতেই কাজ করছেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
- BGMI Unban Date in India