আপনি যদি প্রথমেই ৫জি আসছে, এমন শহরের বাসিন্দা হন, সেক্ষেত্রে আপনার 5G স্মার্টফোনেও এটি দেখা যাবে। তবে, এর জন্য আপনার স্মার্টফোনে 5G ব্যান্ডের সাপোর্ট থাকতে হবে। এবং বলাই বাহুল্য, 4G ফোনে 5G ইন্টারনেট বা নেটওয়ার্ক অ্যাক্সেস পাবেন না।
মোট আটটি শহরে এয়ারটেল 5G পরিষেবা শুরু করেছে। তার মধ্যে রয়েছে দিল্লি, বারাণসী, মুম্বই, ব্যাঙ্গালুরু, শিলিগুড়ি, কলকাতা, চেন্নাই এবং হায়দরাবাদ। ফলে আপনি যদি এই শহরের বাসিন্দা হন, এবং Airtel ব্যবহারকারী হন, সেক্ষেত্রে আপনার 5G ফোনে নেটওয়ার্ক সেটিংসে সামান্য পরিবর্তন করতে হবে।
5G স্মার্টফোনের নেটওয়ার্ক সেটিংস
আপনি যদি উপরে উল্লিখিত শহরের বাসিন্দা হন, তাহলে আপনার 5G স্মার্টফোনের সেটিংসে যান এবং নিচে উল্লেখিত স্টেপগুলি অনুসরণ করতে পারেন:
১. ‘মোবাইল নেটওয়ার্ক’ বা ‘সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক’ অপশনে ট্যাপ করতে হবে।
২. এরপর ‘নেটওয়ার্ক মোড’ বা ‘নেটওয়ার্ক টাইপ’-এ যেতে হবে। সেখানে 5G নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে।
৩. 5G ডিভাইসে 5G (স্বয়ংক্রিয়) অপশনটি অন করার পরে, ডিভাইস 5G সিগনাল ধরার চেষ্টা করবে। নেটওয়ার্কটি উপলব্ধ হলে স্ক্রিনে ৫জি এসে যাবে।
- Pillars of Creation: ‘সৃষ্টির স্তম্ভে’র ছবি তুলল James Webb, ফের মুগ্ধ মানবজাতি
- WhatsApp গ্রুপে এবার ১,০২৪ জন মেম্বার অ্যাড করা যাবে! শীঘ্রই আসছে আপডেট
- চন্দ্রপৃষ্ঠের সোডিয়ামের ম্যাপিং করল চন্দ্রযান-২- সাফল্য ISRO-র
- Elon Musk-এর দেওয়া আগের শেয়ার দর গ্রহণ করল Twitter! শীঘ্রই হতে পারে হস্তান্তর
- Jio 5G-এর ট্রায়াল শুরু! বিনামূল্যে হাইস্পিড ডেটা, কীভাবে পাবেন?
- WhatsApp Update: লুকিয়ে স্ক্রিনশটের দিন শেষ! ‘View Once’ মেসেজে সেই সুবিধা বন্ধ করল WhatsApp
- How to Get 5G Network: ফোনে 5G অন করবেন কীভাবে? জেনে নিন সেটিংস
- অগাস্টে ২.৩ মিলিয়ন ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, রিপোর্ট,
- কর্মসংস্থানই লক্ষ্য: শিল্প এবং কর্মসংস্থানে বাংলাকে দেশের মধ্যে প্রথম হিসাবে তুলে ধরতেই কাজ করছেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
- BGMI Unban Date in India