২০২২-এর শুরু থেকেই দেশে 5G পরিষেবা শুরুর অপেক্ষা করছেন টেক ফ্রিকরা। বিশেষ করে মোবাইল গেমারদের যেন আর তর সইছে না। এরই মধ্যে দেশে বাণিজ্যিকভাবে 5G লঞ্চের আনুমানিক সময় জানিয়ে দিল Airtel. সঙ্গে জানাল কত হতে পারে ডেটার দাম।
এয়ারটেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ২ – ৩ মাসের মধ্যে ভারতে বাণিজ্যিকভাবে 5G লঞ্চ করবে তারা। ইতিমধ্যে দিল্লি লাগোয়া বিভিন্ন জায়গায় তারা পরীক্ষামূলকভাবে পরিষেবা দিচ্ছে। এয়ারটেলের ওই আধিকারিক জানিয়েছেন, আমরা কোনও প্রতিযোগিতায় নেই। তবে ফাইভ জি পরিষেবা শুরুর জন্য আমরা প্রস্তুত। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের 5G নেটওয়ার্কে ২০০ Mbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে। লেটেন্সি থাকবে ২০ মিলিসেকেন্ডের আসেপাশে।